উইকিপিডিয়া:হাসপাতাল
অনুগ্রহ করে মনে রাখুন, এটি কোন আসল হাসপাতাল নয় ও আমরা আপনাকে স্বাস্থ্য বিষয়ক কোন সেবা দিতে পারবো না। এ সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ঠ ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। এই প্রকল্পের উদ্দেশ্য হল: নিয়মিতভাবে উইকিপিডিয়ানদের উইকিমিডিয়া প্রকল্পসমূহে সম্পাদনা সংশ্লিষ্ঠ বিভিন্ন বিষয় লাইভ চ্যাটের মাধ্যমে আলোচনা। এছাড়াও, উইকিপিডিয়া সংশ্লিষ্ট অন্যান্য প্রশ্নের জন্য দেখুন, উইকিপিডিয়া:প্রশ্ন। |
উইকিপিডিয়া হাসপাতালে স্বাগতম!উইকিপিডিয়া হাসপাতাল উইকিমিডিয়া বাংলাদেশ কর্তৃক শুরু করা একটি প্রকল্প যার উদ্দেশ্য হলো উইকিপিডিয়ানদের বিভিন্ন প্রকার প্রশ্ন ও নির্দিষ্ট সমস্যা সম্পর্কে আলোচনা ও এর সম্ভাব্য সমাধান লাইভ চ্যাটের মাধ্যমে নিশ্চিত করা। বিভিন্ন সময় উইকিপিডিয়ানগণ উইকিপিডিয়া ব্যবহারে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। উদাহরণস্বরুপ, কিভাবে হ্যাটক্যাটের মাধ্যমে বিষয়শ্রেণী যুক্ত করতে হয় বা কিভাবে টুইংকল ব্যবহার করতে হয় ইত্যাদি সম্পর্কে অভিজ্ঞ উইকিপিডিয়ানগণ লাইভ চ্যাটে উত্তর দেবেন। এই আলোচনাটি প্রতি সপ্তাহে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯.০০ ঘটিকায় থেকে ১০.০০ ঘটিকা পর্যন্ত এক ঘন্টা করো আইআরসি (IRC) চ্যানেল Template:Irc-এ অনুষ্ঠিত হবে। প্রত্যেক আলোচনাতে কিছু নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা করা হবে। উইকিপিডিয়ানরা পূর্বে থেকেই কোন বিষয় সম্পর্কে আলোচনার অনুরোধ করতে পারেন অথবা পূর্বে ঠিক করা নির্দিষ্ট বিষয়ের আলোচনায় অংশ নিতে পারেন। এই প্রকল্পের অরও একটি উদ্দেশ্য হলো, নতুন ও পুরাতন উইকিপিডিয়ানদের মধ্যে আন্তঃযোগাযোগ বৃদ্ধি করা।
|